অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমিরেটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ঢাবির বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ফখরুল আলম, সিপিডির সন্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সেলিম রেজা, সমাজবিজ্ঞান অনুষদের ডিন রাশেদা ইরশাদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক এম ওবায়দুল হক। পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দেন তাসনিম সিদ্দিকীর মেয়ে রাশাম চৌধুরী ও জামাতা অনন্ত নীলিম। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থীকে প্রতিবছর তাসনিম সিদ্দিকী লিডারশিপ পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেন তাঁরা।