রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

অভিযোগ কমিটি গঠনে পিছিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়

Reporter Name / ৫১ Time View
Update : রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ৯:২০ অপরাহ্ন

গতকাল মতবিনিময় সভায় ইউজিসির সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ জানান, গত দুই বছরে অভিযোগ কমিটি গঠনের হার বেড়েছে। যদিও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় সরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি কম হয়েছে। এক প্রশ্নের জবাবে বিশ্বজিৎ চন্দ জানান, ৬১টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪৫টি (৭৩ শতাংশ) এবং ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯৭টিতে (৯২ শতাংশ) অভিযোগ কমিটি আছে।

মতবিনিময় সভায় উপস্থাপিত ব্লাস্টের গবেষণা প্রতিবেদনটির শিরোনাম হচ্ছে, ‘তথ্য অধিকার আইনের আলোকে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির অভিযোগ ও প্রতিকার’। গবেষণায় নেতৃত্ব দেন ব্লাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য তাহমিনা রহমান। মতবিনিময় সভায় তিনি বলেন, যখনই অবন্তিকার (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রী) মতো বড় ঘটনা ঘটে, তখন যৌন নিপীড়নের বিষয়গুলো নতুন করে সামনে আসে। অভিযোগের বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা মেনে অভিযোগ কমিটি করে ব্যবস্থা নিলে এ ধরনের ঘটনা প্রতিকার করা যেত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By