বঙ্গবন্ধুর খুনির পরিবারের এনআইডি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পলাতক আসামি রিসালদার মোসলেম উদ্দিনের সন্তানেরা কীভাবে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তাঁদের বাবার নাম পাল্টিয়েছেন, সে বিষয়ে মে মাসে তদন্ত শুরু হয়েছে।
ইসি সচিব শফিউল আজিম বলেন, ‘বঙ্গবন্ধুর এ খুনি বিভিন্ন নামে আত্মগোপনে ছিলেন, বিভিন্ন নাম ধারণ করেছেন। ইসির তদন্তে বেরিয়ে এসেছে। আমরা চাচ্ছি, কোন কোন নামে কোথায় কোথায় ছিলেন, তাঁর আত্মীয়স্বজনেরা কোথায় কোথায় ব্যবহার করেছেন। সব তথ্য নিয়ে আসার প্রক্রিয়া চলমান। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করছি।’