মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

আজিজ ও বেনজীর তাহলে কাদের লোক

Reporter Name / ৪০ Time View
Update : শুক্রবার, ৭ জুন, ২০২৪, ৫:৪৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাফ জানিয়ে দিলেন, ‘বেনজীর আমাদের দলের লোক নয়। জ্যেষ্ঠতা ও মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়। তাঁর যোগ্যতায় ও জ্যেষ্ঠতার কারণে সেনাপ্রধান হয়েছেন। এখন ভেতরে তাঁরা যদি কোনো অপকর্ম করেন, এটা যখন সরকারের কাছে আসে তখন তাঁদের বিচার করার সৎ সাহস শেখ হাসিনার আছে।’

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, আজিজ-বেনজীর আওয়ামী লীগেরই সৃষ্টি। সরকারে অসংখ্য আজিজ ও বেনজীর আছেন। কাদের সাহেব মির্জা সাহেবের অভিযোগের সরাসরি জবাব না দিয়ে বিএনপির আমলে কী কী দুর্নীতি হয়েছে, কজনকে ডিঙিয়ে মইন উ আহমদকে সেনাপ্রধান করা হয়েছিল, সেই ফিরিস্তি দিলেন।

তবে তিনি কেবল বিএনপির ওপরই ক্ষুব্ধ হননি। ক্ষোভ প্রকাশ করেছেন টিআইবি ও সুজনের বিরুদ্ধেও। বলেছেন, ‘আজ টিআইবি একটা আছে, সুজন আছে, সুজন না কুজন জানি না। ফখরুল, গয়েশ্বর যে সুরে কথা বলে, তারাও একই সুরে কথা বলে। আজ মানুষের প্রশ্ন, টিআইবি ও সুজন কি বিএনপির “বি” টিম? যে সুরে কথা বলে, কোনো পার্থক্য নেই, একই সুরে সরকারের বিরুদ্ধে কথা বলে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By