ভবনটির বাসিন্দারা বলেন, মিসর সীমান্ত থেকে ৫০০ মিটার ভেতরে ভবনটির অবস্থায়। ইসরায়েলের বোমা হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার গৃহহীন হয়েছে। তবে হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনী কোনো মন্তব্য করেনি।
ভবনটির বাসিন্দাদের একজন বলেন, রাতে ভবনে হামলার আগে তাঁদের আধা ঘণ্টা সময় দেওয়া হয়। দ্রুত পালাতে বলা হয়। মোহাম্মদ আল-নাব্রিস নামের ওই ব্যক্তি বলেন, মানুষ হকচকিয়ে যান। দ্রুত সিঁড়ি বেয়ে নামতে থাকেন। কেউ কেউ পড়ে যান। হট্টগোল সৃষ্টি হয়। সিঁড়ি থেকে আতঙ্কে পড়ে গেছেন তাঁর বন্ধুর অন্তঃসত্ত্বা স্ত্রী। ফিলিস্তিন কর্তৃপক্ষের রাফাভিত্তিক একজন কর্মকর্তা বলেন, রাফা টাওয়ারে হামলার বিষয়টি আসন্ন ইসরায়েলি আগ্রাসনের ইঙ্গিত বলে মনে করছেন তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের পাঁচ মাস ধরে চলা ক্রমাগত হামলায় গতকাল শনিবার পর্যন্ত ৩০ হাজার ৯৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছে ৭২ হাজার ৫০০ জনের বেশি মানুষ।