বিলিয়ন ডলার ক্লাবে তৃতীয় অবস্থানে রয়েছে সিটি গ্রুপ। গত অর্থবছর গ্রুপটি সাড়ে ২১ লাখ টন পণ্য আমদানিতে শুল্ক-করসহ খরচ করেছে ১৬৬ কোটি ডলার। এর মধ্যে ৯৫ শতাংশ অর্থই খরচ হয়েছে ভোগ্যপণ্যের কাঁচামাল, অপরিশোধিত তেল-চিনি, তৈলবীজ, গম ও ডাল আমদানিতে।
গত অর্থবছরে গ্রুপটির রপ্তানির পরিমাণ ছিল ১ কোটি ৮ লাখ ডলার। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে খাদ্যপণ্য ও ভোজ্যতেল। সব মিলিয়ে গত অর্থবছরে গ্রুপটি আমদানি-রপ্তানিতে লেনদেন করেছে ১৬৭ কোটি ডলার বা ১৮ হাজার ৩৭৩ কোটি টাকা। আগের অর্থবছরে গ্রুপটির লেনদেন ছিল ২২৬ কোটি ডলার।
নিত্যপণ্য প্রক্রিয়াজাত করে বাজারজাতই সিটি গ্রুপের মূল ব্যবসা। নিত্যপণ্য ছাড়াও প্রাণিখাদ্য, চা-বাগান, জাহাজ নির্মাণ, এলপিজি খাতে বিনিয়োগ রয়েছে গ্রুপটির। গ্রুপটির হাতে রয়েছে তিনটি অর্থনৈতিক অঞ্চল।
প্রয়াত শিল্পোদ্যোক্তা ফজলুর রহমানের হাত ধরে ১৯৭২ সালে যাত্রা শুরু হয় সিটি গ্রুপের। গত বছর ফজলুর রহমান মৃত্যুবরণ করেন। এখন দ্বিতীয় প্রজন্ম এই গ্রুপের হাল ধরেছে। গত দুই দশকে গ্রুপটির বহরে যুক্ত হয়েছে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান। গ্রুপটির প্রধান ব্র্যান্ড তীর।