গ্রুপে আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ প্রথম ম্যাচের মরক্কোই। কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল মরক্কো। গত বছরের মাঝামাঝিতে হওয়া অনূর্ধ্ব–২৩ আফ্রিকা কাপ অব নেশনসে চ্যাম্পিয়ন হয়েই অলিম্পিকে জায়গা করেছে তারা। বিপরীতে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব পেরিয়ে এসেছে প্যারাগুয়ের পর দ্বিতীয় স্থানে থেকে।
মাচেরানো অবশ্য তিন বিশ্ব চ্যাম্পিয়ন দলে থাকায় কিছুটা চাপমুক্তই বোধ করছেন হয়তো, ‘ওদের দলে থাকা অনেক কিছুই। এরই মধ্যে বিশ্বকাপ জিতেছে। অভিজ্ঞতাও অনেক। শুধু জাতীয় দলেই নয়, আন্তর্জাতিক ফুটবলেও। ওদের দলে নেওয়ার পেছনে ভাবনাটা ছিল যেন মাঠের প্রতিটি অংশে (গোলকিপিং, রক্ষণ ও আক্রমণভাগ) অভিজ্ঞ কেউ থাকে। রুই এবং ওতামেন্দি নেতৃস্থানীয় ভূমিকা রাখতে পারবে।’