মিছিলটির সামনে আর্জেন্টিনার বড় একটি পতাকা দেখা যায়। কয়েকজন মোটরসাইকেল নিয়েই যোগ দেন এতে। কান পাতলেই এসব সমর্থকের চিৎকার শুনতে পাচ্ছিলেন আশপাশের বাসিন্দারা। ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা, মেসি মেসি, দি মারিয়া…।’ নগরের কুমার পাড়ায় মূল সড়কে মিছিলটি ওঠার পর সড়কে যানজট তৈরি হয়। তবে বিরক্তি ছিল না কারও মুখেই। কেউ কেউ গাড়ি থেকে মাথা বের করে সমর্থকদের সঙ্গে সুর মিলিয়েছেন। পরে নগরের সাহেব বাজার বড় মসজিদের পাশে গিয়ে শেষ হয় আর্জেন্টিনার এই বিজয় মিছিল।
আর্জেন্টিনার কান্না-হাসির এই ম্যাচ টান টান উত্তেজনা ছিল বলে জানিয়েছেন সমর্থকেরা। তাঁরা বলছেন, চোখও ভিজেছে কারও কারও।