কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় কলেজটির অধ্যক্ষ সন্দ্বীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েছে দুর্নীতিবিরোধী ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। আজ রোববার অধ্যক্ষ ছাড়াও তাঁর স্বজনদের বাড়িতে অভিযান চালানো হয়।
সিবিআইয়ের একাধিক সূত্র আজ বিকেলে জানায়, কলকাতায় অন্তত ১৫টি স্থানে সন্দ্বীপ ঘোষ ও তাঁর স্বজনদের বাড়িতে অভিযান চলছে। এদিন সকালে আর জি করের ফরেনসিক মেডিসিন ও টক্সিকলোজি বিভাগের ডেমোনেস্ট্রেটর দেবাশীষ সোমের বাড়িতেও অভিযান চালায় সিবিআইয়ের একটি দল।