শিক্ষানবিশ চিকিৎসকদের দাবি মেনে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) গ্রেপ্তার করে হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষসহ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিজিৎ মণ্ডলকে। বরখাস্ত করা হয় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে।
এরপর সরকারের সঙ্গে চিকিৎসকদের দাবিদাওয়া নিয়ে বৈঠকের পর জুনিয়র চিকিৎসকেরা গত ২১ সেপ্টেম্বর কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে কাজে ফেরেন। তবে বাকি দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে তাঁদের আন্দোলন অব্যাহত রাখেন।
গত ৩০ সেপ্টেম্বর থেকে ১০ দফা দাবি নিয়ে পশ্চিমবঙ্গের ২৩টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে কর্মবিরতি শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। গতকাল রাতে ওই আংশিক কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা।