সন্ধ্যার আগল ভেঙে তোমার সৌম্য অবয়ব।
আটপৌরে সময়ের অসমাপ্ত গল্প—
নতজানু প্রেমের সার্থক কবিতা রচনা,
ভালোবাসার দুটি হাতে জ্বলজ্বলে প্রদীপশিখা।
অন্ধকারের দেয়ালে আলোর প্রতিচ্ছবি—
প্রাণের স্পন্দনে হার মানে রূপকথার গল্প,
হৃদয়ের অনুরণনে বেজে ওঠে প্রণয়ের আলাপন।