সৈকতের হোটেল লং বিচ, সি প্যালেস, হোটেল সি-গাল, কক্স টুডে, হোটেল কল্লোল, প্রাসাদ প্যারাডাইস, মিডিয়া ইন্টারন্যাশনাল, সি ওয়ার্ল্ডসহ অন্তত ৪৫টি হোটেল-গেস্টহাউস-রিসোর্টে খোঁজ নিয়ে জানা গেল, আজ ১১ শতাংশ কক্ষে অতিথি থাকছেন। আগামী রোববার পর্যন্ত ছয় দিনে তিন লাখ পর্যটকের সমাগম ঘটতে পারে। পর্যটক টানতে কক্ষভাড়ার বিপরীতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।