উল্লেখ্য, কুদস শাখার মাধ্যমে দেশের বাইরে অভিযানসহ তৎপরতা চালায় ইরান।
এদিকে বিবিসির খবরে বলা হয়, ইসরায়েল দাবি করেছে, নাসরুল্লাহকে হত্যায় চালানো হামলায় হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের আরও ২০ নেতা নিহত হয়েছেন।
এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগ্রাসী ইহুদি শাসনের এই ভয়াবহ অপরাধের জবাব দেওয়া হবে। ইরান তার রাজনৈতিক, কূটনৈতিক ও আন্তর্জাতিক সক্ষমতা দিয়ে অপরাধী ও তাদের সমর্থকদের জবাব দেবে।
হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, ইরানের কৌশলগতবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাবেদ জাফরি বলেছেন, ‘যথাসময়ে জবাব দেওয়া হবে। আর এটি হবে ইরানের ইচ্ছাতে এবং এ সিদ্ধান্ত নেওয়া হবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে।’