দলের নেতা-কর্মীরা জানান, আওয়ামী লীগের তৃণমূলের অনেক নেতা-কর্মীর কাছে জাফর আলম জনপ্রিয়। চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে বেশির ভাগ জাফর আলমের অনুসারী হিসেবে পরিচিত। সে হিসেবে চকরিয়াতে তাঁর শক্ত অবস্থান রয়েছে।
প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে সাবেক সংসদ সদস্য জাফর আলম বলেন, ‘আমি জানি সাবেক সংসদ সদস্য হিসেবে আমার অবস্থান ও সম্মান কত উঁচুতে। কিন্তু জীবনের বেশির ভাগ সময় কাটিয়ে দিয়েছি মানুষের সেবায়। সেই মানুষদের ভালো রাখতে আবারও চেয়ারম্যান প্রার্থী হওয়ার পক্ষে মত দিয়েছি।’