বায়ার্ন ও স্টুটগার্ট ড্র করলে বা জিতলে শিরোপা নিশ্চিত করতে আরেকটু অপেক্ষা করতে হবে লেভারকুসেনকে। সে ক্ষেত্রে আগামীকাল ভেরডার ব্রেমেনের বিপক্ষে জয় পেলে কোনো হিসাব–নিকাশ ছাড়াই চ্যাম্পিয়ন হবে লেভারকুসেন। সব মিলিয়ে লেভারকুসেনের শিরোপা জয় এখন শুধুই সময়ের ব্যাপার।
স্বপ্নের মতো মৌসুম কাটানো লেভারকুসেনের জন্য অবশ্য বুন্দেসলিগা জেতাটাই একমাত্র মাইলফলক নয়। এই মৌসুমে অবিশ্বাস্য সব অর্জনের সঙ্গে নিজেদের নাম জড়ানোর সুযোগ আছে তাদের। যেখানে আছে ট্রেবল জয়ের পাশাপাশি আছে অপরাজিত থাকার একাধিক মাইলফলক অর্জনের সুযোগও।