গতকাল পাবনা ও চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। আর বরিশাল, পটুয়াখালী, রাঙামাটি জেলা এবং রাজশাহী, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগ দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে; তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া বিভাগ বলছে, যেসব জায়গায় বৃষ্টি ও কালবৈশাখী বয়ে যাবে, সেসব এলাকায় তাপমাত্রা বেশি কমতে পারে। এতে ওই এলাকার অধিবাসীরা অন্তত গরমের তীব্রতার কষ্ট থেকে একটু স্বস্তি পেতে পারেন। দেশের অন্য এলাকার অধিবাসীদের গরমের কষ্ট অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর অবশ্য মাসের শুরুতেই পূর্বাভাস দিয়ে বলেছিল, এবারের এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি গরম থাকবে। দুই বছর ধরেও একই ধরনের বাড়তি গরম ছিল। এবারও এপ্রিলজুড়ে তাপপ্রবাহ স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। চলতি মাসের প্রথম ছয় দিনে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা ছিল। এ মাসের গড় স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, তবে থাকছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি।