ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের ইশতেহারের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল শনিবার রাজস্থানের পুষ্করে এক সমাবেশে মোদি বলেন, কংগ্রেসের ইশতেহার মিথ্যার ফুলঝুড়ি। এর প্রতিটি পৃষ্ঠায় ‘জাতিকে টুকরা টুকরা করার’ অভিপ্রায় স্পষ্ট হয়েছে।
সমাবেশে শ্রোতাদের সতর্ক করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের ইশতেহার মুসলিম লিগের একটি শক্তিশালী ছাপ বহন করে। আবার এর কিছু অংশ বামপন্থীদের দ্বারা প্রভাবিত।