গ্রিন ভয়েসের সভাপতি ফরিদুজ্জামান বলেন, ‘ভালো কাজের স্বীকৃতি পেলে মানুষ আরও বেশি ভালো কাজে উদ্বুদ্ধ হয়। ছোট ছোট উদ্যোগ যখন অনেক বেশি মানুষ নিতে থাকবে, তখন সমাজের ইতিবাচক পরিবর্তন সহজ হবে। এই স্বীকৃতি পাওয়ার পর আমাদের সদস্যদের মধ্যে আরও বেশি ভালো কাজ করার শক্তি তৈরি হয়েছে।’
মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রথম আলোকে বলেন, ‘আমরা বিশ্বাস করি উত্তম চর্চা অনুশীলনকারীদের স্বীকৃতি প্রদানের মাধ্যমে অনুপ্রাণিত করা হলে সমাজের অন্যরাও উৎসাহিত হবেন। এতে সমাজের ইতিবাচক কার্যক্রম আরও বেগবান হবে।’