ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আজহার মেহমুদ বলেছেন, ‘দুটি হারের পর প্রত্যেকের হৃদয়ই ভেঙে গেছে। যুক্তরাষ্ট্রের কাছে হারের চেয়ে ভারতের কাছে হারটি ছিল বেশি হতাশার।’ মেহমুদ এরপর যোগ করেন, ‘এই মুহূর্তে দলের মনোবল অনেক কমে গেছে।’
মনোবল ভেঙে গেলেই মেহমুদ এখনো আশা হারাচ্ছেন না, ‘আমাদের যেহেতু ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে, তাই মনোবল চাঙা করাটা খুব প্রয়োজন। সবকিছু শেষ না হয়ে যাওয়া পর্যন্ত আমরা আশা হারাচ্ছি না।’
ভারতের বিপক্ষে ম্যাচটিতে লম্বা সময় পর্যন্ত জয়ের পথেই ছিল পাকিস্তান। ব্যাটিং বাজে হয়েছে মূলত শেষ ৫-৬ ওভারে। হঠাৎ করে কেন পাকিস্তান দল খেই হারিয়েছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন মেহমুদ, ‘আমাদের শট নির্বাচন ঠিক ছিল না। যেটা রান রেট ১০-এ নিয়ে গেছে। আমরা ১৫ ওভার পর্যন্ত ভালো খেলছিলাম। আমরা দল হিসেবে হেরেছি এবং কোনো ব্যক্তিকে দায় দিতে পারি না।’