আদালতে কুতুবের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন ও আইনজীবী নাজমুল হাসান। দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।
পরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তাঁর শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দ ও জাল-জালিয়াতির অভিযোগে দুদক মামলাটি করে। এ মামলায় বিচারিক আদালতের রায়ে ‘ভূমি কুতুবের’ পাঁচ বছরের কারাদণ্ড হয়। এ রায়ের বিরুদ্ধে তাঁর করা আপিলের শুনানি শেষে হয়েছে। হাইকোর্ট রায়ের জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন।