মিরপুরে খেলবেন রয়েসয়ে, সিলেটে হাত খুলে—দুই ভেন্যুর উইকেটের কথা ভেবে বিপিএল নিয়ে হয়তো এ রকমই পরিকল্পনা করে রেখেছিলেন লিটন দাস। লিটনের দল কুমিল্লা ভিক্টোরিয়ানস এখন পর্যন্ত খেলেছে চার ম্যাচ। দুটি মিরপুরে, দুটি সিলেটে। মিরপুরের দুই ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১৩ ও ১৪ রান। দুই ইনিংসেই স্ট্রাইক রেট এক শর নিচে।
আর সিলেটে তো দুটি ইনিংসের একটিও যায়নি দুই অঙ্কে। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ রানে আউট হয়েছেন ক্রিজ ছেড়ে তেড়েফুঁড়ে মারতে গিয়ে। কাল রংপুর রাইডার্সের বিপক্ষেও একইভাবে আউট হয়েছেন প্রথম বলে।