এ কর্মসূচিতে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেন, কোটা পুনঃপ্রবর্তনের মাধ্যমে দেশে বৈষম্য ফিরিয়ে আনার চেষ্টা করা হলে আবার আন্দোলন হবে। ভারতের সঙ্গে কিসের বিনিময়ে সরকার রেল, স্যাটেলাইট ও সামরিক চুক্তি করল, তা দেশের জনগণ কিছুই জানেন না বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। মুক্তিযুদ্ধের মূল চেতনা বৈষম্যহীন বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, এই সরকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যকে ভূলুণ্ঠিত করে, আদালতের ঘাড়ে বন্দুক রেখে আবার কোটাপ্রথা চালু করতে চাইছে, যা ছাত্রসমাজের আন্দোলনের মাধ্যমে বাতিল করা হয়েছিল।