যুক্তরাজ্যের কৃষক জেমস স্টিল হাতে থাকা দামি রোলেক্স ঘড়িটি খুঁজে না পেয়ে ভেবেছিলেন, ঘাসের সঙ্গে ‘গরু হয়তো ঘড়িটি গিলে ফেলেছে’। কিন্তু সেই সত্তরের দশকের প্রথম দিকে হারিয়ে যাওয়া ওই ঘড়ি যে ৫০ বছর পর তিনি ফেরত পাবেন, তা কখনো কল্পনাও করতে পারেননি।
শ্রপশায়ারের এই কৃষকের বয়স এখন ৯৫ বছর। ঘড়িটি হারিয়ে যাওয়ার ‘খানিক আগেই’ তিনি বুঝতে পেরেছিলেন, সেটির চেইন ভেঙে গেছে।
বিবিসিকে জেমস বলেন, ‘মনে হয়েছিল, গরুটি মুখভর্তি ঘাসের সঙ্গে ঘড়িটিও গিলে ফেলতে পারে।’
শ্রপশায়ারের ওসওয়েস্ট্রির মরডা গ্রামের বাসিন্দা জেমস ভেবেছিলেন, তিনি আর কোনো দিন ঘড়িটি খুঁজে পাবেন না। তিনি সেই বাস্তবতা মেনেও নিয়েছিলেন। অথচ তাঁর জমি থেকেই সেই ঘড়ি উদ্ধার হয়েছে।
ধাতুর খোঁজে মেটাল ডিক্টেটর দিয়ে জমিতে তল্লাশি চালানোর সময় একজন ঘড়িটি খুঁজে পান এবং জেমসকে তা ফিরিয়ে দেন।