গ্রেগরি পেক সব সময় যে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন, এমনটা নয়। ‘দ্য বয়েজ ফ্রম ব্রাজিল’ (১৯৭৮) সিনেমায় পেক ডক্টর জোসফ মেঙ্গেল নামের মানব ইতিহাসের অন্যতম এক দুষ্ট পুরুষের চরিত্রে অভিনয় করেছেন।
তাঁর অভিনীত অন্যান্য সফল চলচ্চিত্রের মধ্যে ‘স্পেলবাউন্ড’ (১৯৪৫), ‘মবি ডিক’ (১৯৫৬), ‘দ্য বিগ কান্ট্রি’ (১৯৫৮), ‘দ্য ব্রেভাডস’ (১৯৫৮), ‘পর্ক চপ হিল’ (১৯৫৯), ‘দ্য গানস অব নাভারোন’ (১৯৬১), ‘কেপ ফেয়ার’ (১৯৬২, ও এর ১৯৯১-এর পুনর্নির্মাণ), ‘দ্য ওমেন’ (১৯৭৬) ও ‘ম্যাকেনা’স গোল্ড’ (১৯৬৯) অন্যতম। আমাদের দেশের দর্শকদের বেশির ভাগই তাঁর ‘গানস অব নাভারন’, ‘স্পেলবাউন্ড’, ‘মবিডিক’ ছবিগুলোর কথা মনে রাখবে। আর অবশ্যই বিশেষভাবে মনে রাখবে ‘রোমান হলিডে’ ছবির কথা।