শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

চলন্ত ট্রেনে বিয়ে

Reporter Name / ১৮২ Time View
Update : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৬:৩০ পূর্বাহ্ন

প্রকাশঃ ৩-১২-২০২৩

ভারতে চলন্ত ট্রেনে বিয়ের আয়োজন করেন এই জুটি

ভারতে চলন্ত ট্রেনে বিয়ের আয়োজন করেন এই জুটিছবি: ইনস্টাগ্রামের ভিডিও থেকে

বিয়ে নিয়ে মানুষের জীবনে কত পরিকল্পনাই থাকে। কোথায়, কখন, কীভাবে বিয়ে করবেন, কী ধরনের বাহনে চড়ে বর যাবেন কনের বাড়ি—এমন নানা পরিকল্পনা দেখা যায়। এমনই এক বিয়ের অনুষ্ঠান দেখা গেল ভারতে। প্রথাগত সামাজিক আচার-অনুষ্ঠানে না গিয়ে চলন্ত ট্রেনে বিয়ের কাজটি সেরে নিলেন বর-কনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, প্রথাগত সামাজিক আচার-অনুষ্ঠানের বাইরে চলন্ত ট্রেনে একটি জুটি বিয়ে করছেন। বিয়ের অনুষ্ঠানে যেভাবে বর-কনে সেজে থাকে, তেমন কিছুই দেখা গেল না তাঁদের ক্ষেত্রে।

ভিডিও ফুটেজে দেখা যায়, বর-কনে একজন অন্যজনের গলায় মালা পরিয়ে দিচ্ছেন। এ সময় তাঁদের বেষ্টিত করে ছিলেন যাত্রী ও বর-কনের বন্ধু-স্বজনেরা। তবে বিয়ের অনুষ্ঠান কবে হয়েছে, সেটা জানা যায়নি।

বিয়ের সময় বর-কনের আবেগ ধরা পড়েছিল ভিডিও ফুটেজে। মালাবদলের পর কনে একটু এগিয়ে গিয়ে বরকে জড়িয়ে ধরেছিলেন।

এ সময় উপস্থিত যাত্রী ও অতিথিদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। এরই মধ্যে হিন্দু সম্প্রদায়ের বিয়ের ঐতিহ্য অনুযায়ী কনের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেন বর।

জানা যায়, ভারতের আসানসোল-জাসিদিহ ট্রেনে অভূতপূর্ব এই বিয়ের আয়োজন হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের এই অনুষ্ঠান দেখে ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকে নানা মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী মজা করে ভারতীয় রেলের বহুমুখী ব্যবহারের কথা বলেন। আরেক ব্যবহারকারী মজা করে ব্যয় সাশ্রয়ের কথা বলেছেন। তাঁর মন্তব্য, বাজেট নিয়ে টানাপোড়েনের চিন্তা না থাকলে ট্রেনের বদলে তাঁরা এ ধরনের অনুষ্ঠান উড়োজাহাজে করতে পারতেন। তিনি মন্তব্য ঘরে লিখেছেন, ‘বাজেট মনে হয় কম হয়ে থাকবে, নইলে তাঁরা উড়োজাহাজে এই আয়োজন করতে পারতেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By