সোহেল রানা নামে এক ইলিশ ক্রেতা বলেন, ‘আমি ১ কেজি ওজনের ১০ কেজি ইলিশ নিয়েছি ১ হাজার ৮৫০ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগে নিয়েছিলাম কেজিপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা কমে।’
চাঁদপুর মৎস্য বণিক সমিতি সভাপতি আব্দুল বারি মানিক জমাদার বলেন, ‘আমাদের এই মাছঘাটে আগের মতো ইলিশের সরবরাহ নেই বললেই চলে। কারণ, এ বছর ইলিশের মৌসুম প্রায় শেষ হওয়ার পথে। কিন্তু স্থানীয় বাজারে চাহিদা অনুপাতে আমরা ইলিশ দিতে পারছি না। এ জন্য দামও কমছে না। তবে ইলিশের সরবরাহ বাড়লে ইলিশের দাম কমে আসতে পারে বলে আমরা আশা করছি। ভারতে ইলিশ রপ্তানির ঘোষণা হলেও চাঁদপুর থেকে এখনো সেই ইলিশ রপ্তানি শুরু হয়নি। হলে দাম আরও বাড়বে।’