শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

চেরি ফুলে রাঙাবে নারায়ণগঞ্জ নগর ভবন

Reporter Name / ১৪৭ Time View
Update : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৪:৪০ পূর্বাহ্ন

\

 

 

 

 

 

জাপানের নারুতো সিটি মেয়র বন্ধুত্বের নিদর্শন হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে চেরি গাছের চারা পাঠিয়েছেন

 

নারায়ণগঞ্জ প্রতিবেদন

প্রকাশঃন২৬/১১/২০২৩

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৮ মার্চ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও জাপানের নারুতো সিটির মেয়র মিচিহিকো ইজুমির মধ্যে ফ্রেন্ডশিপ সিটিবিষয়ক এক চুক্তি সই হয়। চুক্তিতে সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা ও মানবসম্পদ বিনিময়-সংক্রান্ত চারটি বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বন্ধুত্বপূর্ণ নগরের নিদর্শন হিসেবে নারুতো সিটি কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ সিটি কর্তৃপক্ষকে কানহিজাকুরা চেরি, সানলাইট চেরি ব্লজম ও মিয়াজাকুরা চেরি—তিন প্রজাতির ১০টি করে মোট ৩০টি চারা দেন। গত বৃহস্পতিবার চারাগুলো বুঝে পায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর–পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা ৩০টি চেরি ফুলের গাছের চারা পেয়েছেন। ২৮ নভেম্বর নগর ভবনের প্রাঙ্গণে চারাগুলো রোপণের প্রস্তুতি চলছে। চেরিগাছের চারা রোপণের সময় জাপানের রাষ্ট্রদূতসহ ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল নগর ভবনে উপস্থিত থাকবে। তারা নগরের গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবে।

তিন দশক ধরে জাপানের মিতু সিটির ইভারাকিক্যানে বসবাস করেন বাংলাদেশি প্রবাসী শাহীদুল হক। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, শীতের পর গরম পড়তে শুরু করলে (এপ্রিল) চেরি ফুল ফোটে। ওই ফুল ফোটার সময় গাছে কোনো পাতা থাকে না, শুধু ফুল থাকে। এক সপ্তাহ পর থেকে ফুল ঝরে পড়তে শুরু করে। ফুল ঝরে পড়ার সঙ্গে সঙ্গে গাছের পাতা জন্মানো শুরু হয়। তিনি বলেন, এই ফুল ফোটার সময় জাপানে হানামি (ফুলের সৌন্দর্য উপভোগ) উৎসব হয়। ওই সময় অধিকাংশ পার্ক বর্ণিল আলোকসজ্জা করা হয় এবং লোকজন পার্কে গিয়ে খাওয়াদাওয়াসহ আনন্দ–উৎসব করেন।

অতিরিক্ত জেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, জাপানি সিটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ৩০টি চেরি ফুলের গাছের চারা দেওয়ার কথা তাঁরা শুনেছেন। চেরি ফুল সৌন্দর্য বর্ধনে কাজে লাগবে। এ ফুল দেখতে খুবই দৃষ্টিনন্দন। ভবিষ্যতে এ গাছের চারা থেকে সম্প্রসারণ করা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By