তবে বেশি গোলের ম্যাচে তালিকার তৃতীয় স্থানটিই বোধহয় সবচেয়ে আলোচিত। ২০২০ সালের কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচটি ছিল বার্সেলোনা–বায়ার্ন মিউনিখের। সেদিন নিজেদের ইতিহাসে বিব্রতকর এক মুহূর্তের সাক্ষী হয়েছিল বার্সেলোনা। বাভারিয়ান প্রতিপক্ষের কাছে তারা হেরেছিল ৮–২ গোলে।
সবমিলিয়ে চারে থাকলেও একটা দিক থেকে বার্সার এই হারটা সবার ওপরেই আছে। সেটি হচ্ছে নকআউট পর্বে সবচেয়ে বেশি গোলের হিসাবে। এই ম্যাচে হওয়া ১০ গোল চ্যাম্পিয়নস লিগের নকআউটে এখন পর্যন্ত সর্বোচ্চ। মজার ব্যাপার হচ্ছে, এখানেও কিন্তু গোলবন্যা বইয়ে দেওয়া দলটা হলো সেই বায়ার্ন। তালিকার ২ নম্বরে আছে লিওঁ এবং ভের্ডার ব্রেমেনের ম্যাচটি। ২০০৫ সালে শেষ ষোলোর ম্যাচটিতে গোল হয়েছিল ৯টি। ম্যাচে লিওঁ জিতেছিল ৭–২ গোলে।