বর্তমান সংসদে জাতীয় পার্টির ২৩ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে এবার জিতেছেন নয়জন।
জাতীয় পার্টির সংসদ সদস্যদের মধ্যে যাঁরা জিততে পারেননি তাঁরা হলেন ঢাকায় সৈয়দ আবু হোসেন, গাইবান্ধায় শামীম হায়দার পাটোয়ারি, ময়মনসিংহে ফখরুল ইমাম, সুনামগঞ্জে পীর ফজলুর রহমান, কুড়িগ্রামে পনির উদ্দিন আহমেদ, নীলফামারীতে আহসান আদেলুর রহমান ও রানা মোহাম্মদ সোহেল, নারায়ণগঞ্জে লিয়াকত হোসেন, বরিশালে নাসরিন জাহান এবং বগুড়ায় নুরুল ইসলাম তালুকদার।
এ ছাড়া জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্যদের মধ্যে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে হেরেছেন দলের সাবেক মহাসচিব মসিউর রহমান (রাঙ্গা)। পিরোজপুর-৩ আসনে হেরেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।