বিশ্বের কোটি ভক্তের পছন্দের তারকা টম হ্যাঙ্কস। তাঁর অভিনীত ‘ফরেস্ট গাম’, ‘সেভিং প্রাইভেট রায়ান’, ‘কাস্ট অ্যাওয়ে’ সিনেমাগুলো দেখেননি, এমন সিনেমাপ্রেমী খুঁজে পাওয়া যাবে না। দুইবার অস্কারজয়ী ভক্তদের প্রিয় তারকা টম হ্যাঙ্কসের পছন্দের সিনেমার তালিকায় কোন কোন নাম আছে, শুনলে চমকে যাবেন। তাঁর পছন্দের সাতটি সিনেমার মধ্যে শীর্ষ সিনেমায় রয়েছে চমক। যে সিনেমা দেখে মাথা ঘুরেছিল টম হ্যাঙ্কসের। আজ টম হ্যাঙ্কসের জন্মদিন। তিনি ১৯৫৬ সালের ৯ জুলাই যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। একনজরে দেখে নিতে পারেন টম হ্যাঙ্কসের পছন্দের সিনেমার তালিকা।
শুরুতেই তালিকা দেখে মনে হতে পারে এটি হয়তো টম হ্যাঙ্কসের পছন্দের তালিকার ১ নম্বরে জায়গা করে নেওয়া সিনেমা। আসলে তা নয়। টম হ্যাঙ্কস যুক্তরাষ্ট্রের মাফিয়াদের নিয়ে নির্মিত সিনেমা ‘দ্য গডফাদার’কে ৭ নম্বরে রেখেছেন। এই তালিকার শেষে। ফান্সিস ফোর্ড কপোলা তাঁর পছন্দের নির্মাতাদের একজন।