এমনকি খেলোয়াড়দের বৃত্তের বাইরে দরিভালের ঘোরাঘুরি করার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়ে গেছে। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছিল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও। সেখানে এর ব্যাখ্যাও দিয়েছেন দরিভাল।
সংবাদ সম্মেলনে দরিভাল বিষয়টি নিয়ে বলেছেন, ‘আমি বাইরে ছিলাম। কারণ, আমার মনের মধ্যে কী আছে তা নিয়ে তাদের প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলছিলাম। শট নেওয়ার পাঁচজনের তালিকা তৈরি হয়ে যাওয়ার পর আমি কথা বলছিলাম আমাদের করা অনুশীলন নিয়ে।’
দরিভাল ব্যাখ্যা দিতে গিয়ে এখানেই থামেননি। তিনি এরপর বলেছেন, ‘আমরা অরল্যান্ডো আসার পর প্রথম দিন থেকেই অনুশীলন করছি। আমরা পেনাল্টি নিয়ে অনুশীলন করেছি। কারণ, আমরা জানতাম যে ম্যাচের ফলে এটারও প্রয়োজন হতে পারে।’