সোমবার, ১৬ জুন ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

টোকিওতে উড়োজাহাজে আগুন, নিহত ৫

Reporter Name / ১৬৩ Time View
Update : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪, ৪:২৪ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক

জাপানের রাজধানী টোকিওর একটি বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় কোস্টগার্ডের একটি উড়োজাহাজের সঙ্গে যাত্রীবাহী অপর একটি উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। এতে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটিতে আগুন ধরে যায় এবং কোস্ট গার্ডের উড়োজাহাজের পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে টোকিওর হানেদা বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। খবর কিয়োদো নিউজ ও রয়টার্স’র

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকেতে প্রচারিত ভিডিও ফুটেজে যাত্রীবাহী উড়োজাহাজটির জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসতে দেখা যায়। তবে ভয়াবহ আগুনের পরও এই বিমানে কোনো প্রাণহানি হয়নি। ক্রুদের প্রচেষ্টায় আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীবাহী উড়োজাহাজটির সব আরোহী সেটি থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। উড়োজাহাজটিতে ৩৭৯ জন যাত্রী ও ক্রু ছিলেন।

দেশটির উপকূলরক্ষী বাহিনী বলেছে, তাদের বোম্বার্ডিয়ার ড্যাশ-৮ বিমানে ছয় কর্মকর্তা ছিলেন। তাদের ভূমিকম্প-বিধ্বস্ত নোটো উপদ্বীপে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য পশ্চিম উপকূলের নিইজাতা বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার কথা ছিল। তাদের মধ্যে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া অপরজন গুরুতর আহত হয়েছেন।

জাপানের পরিবহনমন্ত্রী তেতসুয়ো সেইতো বলেছেন, কোস্টগার্ডের উড়োজাহাজ থেকে পাওয়া তথ্যমতে, সেটির ক্যাপ্টেন বের হতে পেরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By