মেঘ যত বেশি দূরের আকাশে সৃষ্টি হয়, বৃষ্টি তত কম হয়। ঢাকাসহ যেসব অঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় নেই, সেখানে এমনটাই ঘটছে বলে মনে করেন নাজমুল হক।
আবহাওয়া অধিদপ্তরের আরেক আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ঢাকাসহ মধ্যাঞ্চলের আকাশে মেঘ আছে। কিন্তু এখানে মেঘে সঞ্চিত জলবিন্দু বৃষ্টির আকার ধারণ করতে পারেনি। মৌসুমি বায়ু এখানে খুব বেশি সক্রিয় না থাকার কারণেই সেটা হয়েছে। যখন বায়ু সক্রিয় হবে, তখন এখানেও বৃষ্টি হবে।
মৌসুমি বায়ু জুন মাসের প্রথম থেকে সক্রিয় হলেও ঢাকাসহ মধ্যাঞ্চলে এর প্রভাব পড়তে সাধারণত মাসের অর্ধেকটা সময় চলে যায়। এটা অনেক বছরই ঘটে বলে জানান আবহাওয়াবিদ নাজমুল হক। এবারও তেমনটা হচ্ছে বলে মনে করেন তিনি। কিন্তু চারপাশের বৃষ্টির আবহাওয়ার প্রভাব ঢাকাতেও পড়বে বলে জানান তিনি।