এবিপি প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ধ্রুব মুখার্জি স্বাগত বক্তব্যে বলেন, করোনার দুই–এক বছর ছাড়া এ আয়োজন প্রতিবারই হয়ে আসছে। সবার সহযোগিতায় ইনফোকম এত দূর এসেছে। ইনফোকম একটি যাত্রা, যা নিজেই একটি গন্তব্য। প্রতিবছরের যাত্রায় একটি করে প্রতিপাদ্য থাকে। তথ্যপ্রযুক্তির অগ্রগতি বা ব্যবহার কীভাবে করা যায়, যা এই পৃথিবী, দেশ, ব্যবসা বা জীবনকে প্রভাবিত করে, সেটা নিয়েই ইনফোকম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান জসিম উদ্দিন, সার্ক সিসিআইয়ের চেয়ারম্যান শাফকাত হায়দার, জেসিআই বাংলাদেশের সভাপতি ইমরান কাদির প্রমুখ।