মঙ্গলবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, শাফিক উদ্দিন আহ্ম্মেদ আহ্নাফ ঢাকার বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হয় সে। একই দিন কলেজের প্রাক্তন ছাত্র ইকরামুল হক সাজিদের মাথায় গুলি লাগে। পরে ১৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
অনুষ্ঠানে আহ্নাফ ও সাজিদকে ‘অকুতোভয় বীর’ অভিহিত করে কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কায়সুল হাসান বলেন, ভবিষ্যতে তাঁদের এই আত্মত্যাগ সব শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রেরণা জোগাবে।