দেশে ভয়াবহ দুঃশাসন চলছে অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকারের সীমাহীন নিপীড়ন–নির্যাতনের কারণে দেশের জনগণ এখন কথা বলতে পারে না।’
গতকাল মঙ্গলবার বিকেলে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করেন বিএনপির নেতা–কর্মীরা।
রিজভী বলেন, ‘আমরা যখন লিফলেট বিতরণ করতে যাই, অনেকেই আমাদের সঙ্গে হাত মেলান। চোখের ভাষায় বোঝা যায় তাদের সম্মতি আছে আমাদের কর্মসূচিতে।’
বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের সীমাহীন নিপীড়ন–নির্যাতনের কারণে দেশে দুঃশাসন এতটাই তীব্র হয়েছে যে স্বাভাবিকভাবে জীবন যাপন করা যাচ্ছে না। যারা সত্য কথা বলবে, তাদের নামে হবে নাশকতাসহ ভয়ংকর সব মামলা।’