প্রকাশঃ ২৫-১২-২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) ব্যালট পেপার পাঠানো শুরু করেছে। দূরের জেলাগুলোয় ব্যালট পেপার পাঠানোর মাধ্যমে আজ সোমবার থেকে কমিশন ভোটের কর্মযজ্ঞ শুরু করল।
রাজধানীর তেজগাঁওয়ের গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস ও সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে এসব ব্যালট পেপার পাঠানো হচ্ছে।
ইসি জানিয়েছে, প্রথম পর্যায়ে পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রাঙামাটি, ঝালকাঠি, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও নেত্রকোনা—এ ১৩ জেলার ৫২টি আসনে ব্যালট পেপার পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
বেলা সাড়ে ১১টার পর থেকে ব্যালট পেপার পাঠানোর কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টার দিকে ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, দূরবর্তী জেলা বিবেচনায় ১৩টি জেলায় আগেভাগে ব্যালট পেপার পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ব্যালট পেপার কেন্দ্রে পাঠানোসহ কিছু কাজ থাকে।
এসব ব্যালট পেপার সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসনের ট্রেজারি শাখায় পুলিশি নিরাপত্তায় রাখা হবে উল্লেখ করে মোহাম্মদ শাহজালাল আরও বলেন, হরতাল–অবরোধ নিয়ে কোনো ঝুঁকি নেই। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে এসব ব্যালট পেপার পৌঁছানো হবে। ব্যালট পেপার নিতে জেলাগুলো থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন নির্বাচন কর্মকর্তা ও নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা এসেছেন। মহাসড়কেও নিরাপত্তাব্যবস্থা থাকবে