দ্রুত বিচার বিভাগে সংস্কার করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, ‘যদি বিচার বিভাগ শক্তিশালী না হয়, তাহলে শত শত লোক আত্মাহুতি দিয়েছেন পরিবর্তনের জন্য, তাঁদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে মনে করি। বিচার বিভাগের সংস্কার তাড়াতাড়ি করা উচিত।’
বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘বিচার বিভাগ সংস্কার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পর্যবেক্ষণবিষয়ক ব্যাপারে’ শিরোনামে সমিতির ব্যানারে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।