শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

নওয়াজের আবার পাকিস্তানের ক্ষমতায় ফেরার আভাস

Reporter Name / ১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০০ অপরাহ্ন

 

ইমরান খান যে শোচনীয় পরিস্থিতির মধ্যে রয়েছেন, একই পরিস্থিতিতে পড়েছিলেন পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দুর্নীতিসহ একাধিক অভিযোগ মাথায় নিয়ে স্বেচ্ছায় দেশ ছেড়েছিলেন পিএমএল-এনের প্রতিষ্ঠাতা নওয়াজ। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে নওয়াজের ভাই শাহবাজ শরিফের নেতৃত্বে সরকার গঠন করা হয়। এরপর লন্ডন থেকে দেশে ফেরেন নওয়াজ।

এই পরিস্থিতিতে নির্বাচনে নওয়াজ শরিফ ও তাঁর দল পিএমএল-এন জিতবে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুকলিন ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়েছে। তাতে বলা হয়, নির্বাচনে যদি পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা কোনোভাবে জয় পান, তাহলে সেটি হবে দলটির জন্য বড় একটি চমক। প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, এবারের নির্বাচনটা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে এবং নওয়াজের পক্ষে।

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে নওয়াজের জয়ের পথ পরিষ্কার করে দেওয়া হয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্রভিত্তিক আরেক গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশনস। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘সশস্ত্র বাহিনীর সমর্থন নিয়ে দেশটির পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে নওয়াজের দল পিএমএল-এন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By