২০০৩ বিশ্বকাপ। এরপর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাঝের সময়টা বিশ্ব ক্রিকেটে একরকম বিস্মৃতই ছিল নামিবিয়া। আফ্রিকান দেশটির পুনরুত্থান ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই। ২০ ওভারের বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেই চমকে দিয়েছিল দলটি, প্রথম পর্ব পেরিয়ে গিয়েছিল সুপার টুয়েলভে। ২০২২ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে আরেকটি অঘটনের জন্ম দিলেও অবশ্য পরের পর্ব পর্যন্ত যাওয়া হয়নি।
তবে নামিবিয়া আছে এবারও। বাছাইপর্বে আফ্রিকান অঞ্চলে জিম্বাবুয়ে, কেনিয়ার মতো দলকে পাত্তা না দিয়ে শীর্ষে থেকেই টিকিট কেটেছে বিশ্বকাপের। আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণের দিক দিয়ে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার পর আফ্রিকান দেশগুলোর মধ্যে দাপট তাদেরই।…আরও