জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৪৮টি আসনে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। সেই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে ৩২ জনের মতো আগ্রহী পাওয়া গেছে।
আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবারই নারী আসনে কাকে কাকে মনোনয়ন দেওয়া হবে তা ঠিক করবেন। ওই দিন মনোনয়ন বোর্ডের বৈঠকে সবার উপস্থিতিতে তিনি একটি বক্তৃতা করবেন। এরপর বোর্ডের সদস্যদের নিয়ে তালিকা চূড়ান্ত করবেন। এরপর তাঁর জার্মানি সফরের কথা রয়েছে।