আদালত থেকে পরিত্রাণ পাওয়ার যে আশা নাগরিকেরা করে থাকেন, তা সেভাবে ছিল না বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। তাঁর মতে, রাজনৈতিক কর্তৃত্ব বহাল রাখার জন্য আদালত হয়ে উঠেছিল প্রাথমিক হাতিয়ার। এমন প্রেক্ষাপটে স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করা চ্যালেঞ্জিং।
আওয়ামী লীগ সরকারের পতনের পর সংস্কারের উদ্যোগ প্রসঙ্গে অধ্যাপক রেহমান সোবহান বলেন, যে সংস্কারই করা হোক না কেন, তার ফলাফল নির্ভর করবে বাস্তবায়নের ওপর। শেষ পর্যন্ত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে রাজনৈতিক দল, যারা পরবর্তী নির্বাচনে ক্ষমতায় আসবে।
অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেন, কাঠামো ও নতুন আইনের দিকে এখন যতটা মনোযোগ দেওয়া হচ্ছে, তার চেয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার গত ৫০ বছরে যেসব অগণতান্ত্রিক চর্চা হয়েছে, প্রথা চালু করা হয়েছে, সেগুলোকে কী করে পরিবর্তন করা যায়। দেশকে গণতান্ত্রিক করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র আনতে হবে। তা না হলে কখনোই গণতান্ত্রিক হওয়া যাবে না। তিনি বলেন, শুধু কিছু বিধান দিয়ে, বাধ্যবাধকতা দিয়ে রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক করা যাবে না। এ ক্ষেত্রে প্রধান যে দায়িত্ব, সেটা রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নিতে হবে।