ডাইনোসরের কঙ্কাল কেনাবেচার ঘটনা প্রায়ই শোনা যায়। ২০২০ সালে একজন বেনামি ক্রেতা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক নিলামে আড়াই কোটি পাউন্ডের বেশি দামে স্ট্যান নামে একটি ৪০ ফুট লম্বা ‘টি রেক্স’ ডাইনোসরের কঙ্কাল কিনেছিলের। জীবাশ্মবিদেরা অবশ্য এ ধরনের নিলামের বিরুদ্ধে। কারণ, ব্যক্তিগত সংগ্রাহকদের কারণে ডাইনোসরের হাড় থেকে অজানা তথ্য জানার সুযোগ কমে যাচ্ছে বলে মনে করেন তাঁরা।
সূত্র: ডেইলি মেইল