স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে বাড়ি থেকে পাকলুসহ তিন জেলে মেঘনা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেন। যাত্রাপথে তাঁরা উপজেলার আমতলী গ্রামে পৌঁছালে বজ্রপাতের শিকার হন তাঁরা। এতে পাকলু ঘটনাস্থলেই মারা যান। ওই সময় তাঁর সঙ্গে থাকা অপর দুই জেলে সামান্য আহত হন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তবে পরিবারের কেউ থানায় অবহিত করেননি।