দেশের আরও দুটি কারখানা পরিবেশবান্ধব লিড সনদ পেয়েছে। গাজীপুরের কাশিমপুরের কটন ক্লাব লিমিটেড ও ঢাকার ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইল পরিবেশবান্ধবর কারখানার লিড সনদ পেয়েছে।
তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এই খবর পাওয়া গেছে। দুটি কারখানাই গোল্ড সনদ পেয়েছে।
এই ২টি কারখানা নিয়ে দেশের মোট ২২০টি কারখানা পরিবেশবান্ধব সনদ পেল। এর মধ্যে প্লাটিনাম সনদ পেয়েছে ৮৪টি কারখানা, গোল্ড সনদ পেয়েছে ১২২টি কারখানা, সিলভার সনদ পেয়েছে ১০টি কারখানা, সার্টিফায়েড পুরস্কার পেয়েছে ৪টি কারখানা।