বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে পাকিস্তানের অন্তর্ভুক্তির বিষয়ে চীনের সমর্থন থাকলেও অন্য সদস্যদেশগুলো এ বিষয়ে এখনো একমত নয়।
বর্তমানে ব্রিকসের সভাপতি দায়িত্ব পালন করছে রাশিয়া। তারাও পাকিস্তানের অন্তর্ভুক্তির বিষয়ে খুব একটা জোরালো অবস্থান নেয়নি। বরং বলা যায়, তারা একধরনের নিমরাজি। ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, সর্বশেষবার ২০২৩ সালে ব্রিকসের সম্প্রসারণ হয়েছে। ফলে নিকট ভবিষ্যতে আবারও এই জোটের সম্প্রসারণের সম্ভাবনা কম। এ ছাড়া ব্রিকসের অংশীদার মডেল কী হবে, তা নিয়ে এখনো পরীক্ষা–নিরীক্ষা চলছে।
নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিদ্যমান সদস্যদের ঐকমত্য প্রয়োজন হয়, কিন্তু পাকিস্তান জোটে অংশ নেওয়ার আগ্রহ দেখালেও সদস্য পদ দেওয়ার বিষয়ে সদস্যদেশগুলোর মধ্যে ঐকমত্য দেখা যাচ্ছে না। এ ছাড়া পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ব্রিকসের অন্যান্য সদস্যদেশের মতো নয়। ফলে তারা এই শীর্ষ ও উদীয়মান দেশগুলোর জোটে অন্তর্ভুক্ত হতে পারে কি না, তা নিয়েও কথা তুলেছে সদস্যদেশগুলো।