পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুরের চর সোনাতলা থেকে একটি ট্রাকে ২৭০ ঘাউর (কাঁদি) অনুপম কলা নিয়ে বিক্রির জন্য ব্যবসায়ী নিমেন হোসেন ১৪ এপ্রিল বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল হাটের উদ্দেশে রওনা দেন। ১৫ এপ্রিল নয়মাইল হাটে পৌঁছার পর ক্রেতা না থাকায় শিবগঞ্জ উপজেলার চণ্ডিহারা বাজারের উদ্দেশে ট্রাক নিয়ে রওনা দেন।
এজাহার থেকে জানা যায়, পথিমধ্যে মহাস্থান হাটের কাছে ট্রাক দাঁড় করিয়ে খাবারের হোটেলে গেলে আলামিন, দেলোয়ার ও সৈকত নামের তিন তরুণ নিজেদের পুলিশ পরিচয় দিয়ে গাড়ির কাগজপত্র ও মালামালের চালান দেখতে চান। একপর্যায়ে চোরাই কলা দাবি করে থানায় নেওয়ার ভয় দেখান। পরে রায়নগর এলাকার একটি আড়তে নিয়ে চালক রিগান ও ব্যবসায়ী নিমেনকে মারধর করে ট্রাক থেকে কলা নামিয়ে নেন তাঁরা। পরে ৬১ হাজার টাকায় ডাবলু মিয়া নামের আড়তদারের কাছে কলা বিক্রি করে টাকা নিয়ে পালিয়ে যান।