শিশির হালদার প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্র ফাঁসের মামলায় আদালত সাতজনকে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া তিনজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। অবশ্য প্রশ্নপত্র ফাঁসের মামলায় ১২৪ জনের মধ্যে কোন ১০ জনের সাজা হয়েছে, সেই নাম জানাতে পারেননি বেঞ্চ সহকারী শিশির হালদার।
২০২২ সালের ৩ জানুয়ারি প্রশ্নপত্র ফাঁসের এই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৭ জন (বর্তমানে ১৫ জন বহিষ্কৃত) শিক্ষার্থীসহ ১২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় আসামিদের মধ্যে অন্তত ২১ জন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মী ছিলেন।