অন্য দিকে স্পেনকে টুর্নামেন্টের সেরা দল উল্লেখ করে সাউথগেট বলেছেন, ‘আমার মনে হয়, স্পেন এই টুর্নামেন্টের সেরা দল। আমরা এ ম্যাচে ভালোভাবে বলের দখল রাখতে পারিনি। সবার জন্য আমি বিধ্বস্ত বোধ করছি। আমরা অল্পের জন্য পারলাম না।’
তবে টানা দুইবার ইউরোর ফাইনালে গিয়েও শিরোপা জিততে না পারলেও ইংল্যান্ড দলের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক সাউথগেট, ‘অভিজ্ঞতার দিক থেকে ইংল্যান্ড দল সত্যি ভালো অবস্থায় আছে। এই স্কোয়াডের বেশিরভাগ সদস্যই বিশ্বকাপ ও ইউরোতে থাকবে। সামনে তাকানোর জন্য অনেক কিছু আছে। তবে এই মুহূর্তে কোনো সান্ত্বনাই যথেষ্ট নয়।’