সংবাদ সম্মেলনে টিস্যু পেপার দিয়ে চোখের জল মুছতে মুছতে সে কথাই বলেছেন সন, ‘আমি তাদের বলেছিলাম, তোমরা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনতে যাচ্ছ—এ ধরনের কোনো কিছু আমি করিনি।’
সন আরও বলেন, ‘তারা আমার ফোন হাতে নিয়ে আমার মেয়ে ও ছেলের ছবি দেখাতে লাগল এবং এই বলে আমার ওপর চাপ সৃষ্টি করল যে, “যদি তোমার স্ত্রীকেও এখানে নিয়ে আসি, তাহলে তোমার সন্তানদের কে দেখাশোনা করবে? তুমি কি চাও না সন্তানেরা তাদের বাবাকে দেখুক। তাই দ্রুত দোষ স্বীকার করো।”’